ঘরের মাঠে বার্সেলোনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ঘরের মাঠে বার্সেলোনার দাপুটে জয়

লা লিগায় ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। রবিবার রাতে কাতালান ক্লাবটি ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। ১৫ মিনিটে প্রথম শটেই গোল পায় তারা। রাফিনহার পাসে দানি ওলমোর ব্যাক-হিল ফ্লিক থেকে শটে বল জালে জড়ান ফেরান তরেস। ৩৪তম মিনিটে আবারও রাফিনহার পাসে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তার শট ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রাফিনহার কাট-ব্যাক থেকে নিচু শটে বল জালে পাঠান দানি ওলমো। এতে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

লিগে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে নয় গোল দিয়েছে এবং নিজেদের জাল অক্ষত রেখেছে দলটি। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘরের মাঠে বার্সেলোনার দাপুটে জয়

ঘরের মাঠে বার্সেলোনার দাপুটে জয়

লা লিগায় ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। রবিবার রাতে কাতালান ক্লাবটি ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। ১৫ মিনিটে প্রথম শটেই গোল পায় তারা। রাফিনহার পাসে দানি ওলমোর ব্যাক-হিল ফ্লিক থেকে শটে বল জালে জড়ান ফেরান তরেস। ৩৪তম মিনিটে আবারও রাফিনহার পাসে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তার শট ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রাফিনহার কাট-ব্যাক থেকে নিচু শটে বল জালে পাঠান দানি ওলমো। এতে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

লিগে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে নয় গোল দিয়েছে এবং নিজেদের জাল অক্ষত রেখেছে দলটি। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত