চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালাচ্ছেন। তাদের দাবি না মানার কারণে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ১৫ দফা দাবি নিয়ে তিন দিন ধরে আন্দোলন চালাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার শিক্ষার্থীদের সমস্যার সমাধানের একটি রোডম্যাপ ঘোষণা করলেও, শিক্ষার্থীরা সেটি যথাযথ মনে না করায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিকাংশ শিক্ষার্থী রোডম্যাপ মেনে ফিরে গেলেও কিছু শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখেন। কর্তৃপক্ষের ধারণা, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু শিক্ষার্থী রোডম্যাপ মেনে না নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো:
লেট ফি বাতিল করা
প্রয়োজনীয় ল্যাব স্থাপন
হল রুম থেকে ক্লাসরুম সরানো
সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া
পরিবহন আধুনিকায়ন
মেডিকেল সংস্কার
মঙ্গলবার প্রশাসনের রোডম্যাপ প্রকাশে কোনো দাবির বাস্তবায়ন সময়সূচি অসম্পূর্ণ থাকায় শিক্ষার্থীদের আস্থাহীনতা দেখা দেয়। এরপর তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাত আটটার পরে শিক্ষকেরা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকেন এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।
প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন মেয়াদের সময় প্রয়োজন। যদি রোডম্যাপ দেওয়ার পরও আন্দোলন চলতে থাকে, বিশ্ববিদ্যালয় বন্ধ ছাড়া আর কোনো উপায় থাকবে না।”