স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী উপস্থিত থাকবে।
বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পাশের দেশের গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা তা প্রতিহত করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি। আমি আপনাদের অনুরোধ করবো, আগের মতোই সত্য সংবাদ প্রচারে আপনারা ভূমিকা রাখবেন। এতে জনগণ সঠিক তথ্য পাবে।