ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা
ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা

জোড়া খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম (৫২) কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১৪ গ্রেফতার করেছে। বুধবার (১ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম নগরীর তিন কোণা পুকুরপাড় এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র।

২০০৩ সালে ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী হুরমত আলী ও তার পুত্র শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সেলিম ও তার লোকজন। পরে এ ঘটনায় নিহত হুরমতের ভাই বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ সেলিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেন। দেড় বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আত্নগোপনে চলে যান। এতে কেটে যায় দীর্ঘ ১৯ বছর। এদিকে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৭ সালের জুন মাসে পলাতক আসামী সেলিম, আকবর আলী ও রফিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্য আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, সেলিম জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামী। ১৯ বছর দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে৷ সেলিম কে আদালতে সোপর্দ করতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা

ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা
ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর ধরা

জোড়া খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম (৫২) কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১৪ গ্রেফতার করেছে। বুধবার (১ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম নগরীর তিন কোণা পুকুরপাড় এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র।

২০০৩ সালে ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী হুরমত আলী ও তার পুত্র শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সেলিম ও তার লোকজন। পরে এ ঘটনায় নিহত হুরমতের ভাই বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ সেলিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেন। দেড় বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আত্নগোপনে চলে যান। এতে কেটে যায় দীর্ঘ ১৯ বছর। এদিকে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৭ সালের জুন মাসে পলাতক আসামী সেলিম, আকবর আলী ও রফিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্য আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, সেলিম জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামী। ১৯ বছর দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে৷ সেলিম কে আদালতে সোপর্দ করতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত