নান্দাইলে মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে স্থানীয়দের ক্ষোভ

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
নান্দাইলে মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে স্থানীয়দের ক্ষোভ

নান্দাইল মডেল মসজিদে পেশ ইমাম সহ ৪ জন জনবল নিয়োগে গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে, ৪১ জন, মুয়াজ্জিম ও খাদিম পদে ৪০ জন সহ ৮১ জনের আবেদন পড়ে ৷ আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।

অনুষ্ঠিত পরীক্ষার ১১ দিন পরও ফলাফল প্রকাশ না করায় প্রার্থীদের মনে চাপা গুঞ্জন শুরু হয়েছে। এনিয়ে শুক্রবার (৩ মার্চ) জুম্মার নামায শেষে নান্দাইল মডেল মসজিদ (সাবেক মসজিদ) নিয়োগ নিয়ে মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসুল্লিদের উপস্থিততে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম উলামা বাদ দিয়ে উনার নিজের মনমত আত্নীয়-স্বজন কে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছে।

তিনি আরো জানান, অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে নান্দাইল থেকে যোগ্য পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে স্থানীয় জনবল নিয়োগের দাবি জানান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেবার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ডাঃ আসাদ উল্লাহ্, হেলাল উদ্দিন,মাওলানা আব্দুল হাই,মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিন সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর মুঠোফোনে এজেড নিউজ বিডিকে বলেন- উনি দীর্ঘদিন মসজিদে ছিল তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শীটে সব প্রার্থীদের স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোন অবকাশ নেই। এ বিষয়গুলোর ব্যাপারে জেলা প্রশাসক অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দেওয়া হয়েছে তাদের তদন্ত রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দিব।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নান্দাইলে মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে স্থানীয়দের ক্ষোভ

নান্দাইলে মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে স্থানীয়দের ক্ষোভ

নান্দাইল মডেল মসজিদে পেশ ইমাম সহ ৪ জন জনবল নিয়োগে গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে, ৪১ জন, মুয়াজ্জিম ও খাদিম পদে ৪০ জন সহ ৮১ জনের আবেদন পড়ে ৷ আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।

অনুষ্ঠিত পরীক্ষার ১১ দিন পরও ফলাফল প্রকাশ না করায় প্রার্থীদের মনে চাপা গুঞ্জন শুরু হয়েছে। এনিয়ে শুক্রবার (৩ মার্চ) জুম্মার নামায শেষে নান্দাইল মডেল মসজিদ (সাবেক মসজিদ) নিয়োগ নিয়ে মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসুল্লিদের উপস্থিততে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম উলামা বাদ দিয়ে উনার নিজের মনমত আত্নীয়-স্বজন কে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছে।

তিনি আরো জানান, অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে নান্দাইল থেকে যোগ্য পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে স্থানীয় জনবল নিয়োগের দাবি জানান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেবার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ডাঃ আসাদ উল্লাহ্, হেলাল উদ্দিন,মাওলানা আব্দুল হাই,মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিন সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর মুঠোফোনে এজেড নিউজ বিডিকে বলেন- উনি দীর্ঘদিন মসজিদে ছিল তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শীটে সব প্রার্থীদের স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোন অবকাশ নেই। এ বিষয়গুলোর ব্যাপারে জেলা প্রশাসক অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দেওয়া হয়েছে তাদের তদন্ত রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দিব।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত