সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে ১ জন করে রয়েছেন।
এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ২৮২ জন (উত্তর সিটিতে ১৬৫ ও দক্ষিণ সিটিতে ১৫৪), বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১২১, খুলনায় ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৫৬, রংপুরে ৫০ ও সিলেটে ৮ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৪০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে।


