পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা বলেন, “দুদেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।” তিনি করাচি-চট্টগ্রাম নৌপথ চালুর বিষয়টি উল্লেখ করে জানান, শিগগিরই ঢাকা-করাচি আকাশপথও চালু হবে।
প্রধান উপদেষ্টা বলেন, “ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিপদের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।


