দেশের বাজারে সোনার দাম নতুন করে কমেছে। ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি দাম ১,০৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়। দাম সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
সংবাদে বলা হয়, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেট চার হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট তিন হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা।


