ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি, পদ না থাকলেও আমাদের সমর্থকদের আমরা স্বীকার করি।”
রোববার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে নিহত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম ও জোবায়েদ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিব বলেন, “জোবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, কোনো শিক্ষার্থীকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে ছাত্ররা প্রতিবাদ জানাবে। তবে তাদের যেন ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে শতভাগ ভালো মানুষ না থাকলেও অধিকাংশ নেতাকর্মী নীতি-নৈতিকতায় বিশ্বাসী। আমরা ন্যায় ও সত্যের পথে রাজনীতি করি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


