টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবারও গ্ল্যামারাস লুকে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নতুন একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি।
ছবিগুলোতে মিমি উজ্জ্বল রেড সিল্ক শাড়ি, সোনার গহনা, খোলা চুল ও হালকা মেকআপে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিয়েছেন। নেটিজেনরা তাকে ‘রেড কুইন’ এবং এই লুকটিকে তার ট্রেডমার্ক হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ ২’ সিনেমায় মিমি আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন। কাজের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও নিয়মিত সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।


