চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হোসেনের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ভেতরে এখনো অনেকে আছেন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ জানিয়েছেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, পুলিশ সুপার প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি এবং বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন এ কমিটিতে।