সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আহতদের নগদ সাড়ে সাত হাজার টাকা করে চিকিৎসা খরচ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আহতদের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় তিনি বলেন, আহতদের সাড়ে সাত হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা সেবায় সকল ওষুধ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। এছাড়া আহতরা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে পাবেন।
এসময় তিনি আরও বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ২৫ হাজার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২৫ হাজার ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ২ লাখ টাকা করে অনুদান দিচ্ছে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে কমিটির আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, পুলিশ সুপার প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি এবং বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন একমিটিতে এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এনডিসি তৌহিদুল ইসলাম।