চট্টগ্রামে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জামালখানের ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে আটককৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ‘কাচ্চি ডাইন’-এর তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি সংগঠনের ব্যানারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ‘অভিষেক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। সেখানে আন্দরকিল্লা, টেরি বাজার ও আশে পাশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত লোকজন ‘টি টোয়েন্টি প্লাস’ সংগঠনের সঙ্গে জড়িত।

পুলিশের দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের লোকজন সামাজিক ব্যবসায়ী সংগঠনের আড়ালে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির এজেড নিউজ বিডিকে বলেন, কাচ্চি ডাইনে এক অভিষেক অনুষ্ঠান থেকে জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রামে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০

চট্টগ্রামে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জামালখানের ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে আটককৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ‘কাচ্চি ডাইন’-এর তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি সংগঠনের ব্যানারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ‘অভিষেক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। সেখানে আন্দরকিল্লা, টেরি বাজার ও আশে পাশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত লোকজন ‘টি টোয়েন্টি প্লাস’ সংগঠনের সঙ্গে জড়িত।

পুলিশের দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের লোকজন সামাজিক ব্যবসায়ী সংগঠনের আড়ালে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির এজেড নিউজ বিডিকে বলেন, কাচ্চি ডাইনে এক অভিষেক অনুষ্ঠান থেকে জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত