চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত প্রবেশ লাল শর্মা (৫৫) নামের আরো একজনে মৃত্যু হয়েছে। রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রবেশ লাল সীতাকুণ্ড থানার ভাটিয়ারি ৬নং ওয়ার্ডের মৃত মতি লাল শর্মার পুত্র। সে অক্সিজেন প্ল্যান্টের অপারেটর হিসেবে কর্মরত ছিলো।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।
উল্লেখ্য, শনিবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিন তলা অফিস ভবনে আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন এবং এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭জন।