গান গাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাবি শিক্ষার্থীকে মারধর

,
গান গাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাবি শিক্ষার্থীকে মারধর
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রড ও লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর বিনোদপুরের আমজাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা শুভ বলেন, ‘গতকাল সোমবার আমাদের রুমে সামান্য গান গাওয়া নিয়ে স্থানীয় কয়েকজন হুমকি দিয়ে যায়। এ ছাড়া মেস থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে আজ সকালে আমি ও রাফিউল কবির শান্ত ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের ওপর আক্রমণ করা হয়। এ সময় তারা রড ও স্টাম্প দিয়ে পিটিয়ে শান্তর মাথা ফাটিয়ে দেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা মতিহার থানাকে বলেছি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গান গাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাবি শিক্ষার্থীকে মারধর

গান গাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাবি শিক্ষার্থীকে মারধর
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রড ও লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর বিনোদপুরের আমজাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা শুভ বলেন, ‘গতকাল সোমবার আমাদের রুমে সামান্য গান গাওয়া নিয়ে স্থানীয় কয়েকজন হুমকি দিয়ে যায়। এ ছাড়া মেস থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে আজ সকালে আমি ও রাফিউল কবির শান্ত ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের ওপর আক্রমণ করা হয়। এ সময় তারা রড ও স্টাম্প দিয়ে পিটিয়ে শান্তর মাথা ফাটিয়ে দেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা মতিহার থানাকে বলেছি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত