কক্সবাজারের টেকনাফে দুইটি প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছেন টেকনাফ উপজেলা প্রশাসন ও বিএসটিআই। তাদের যৌথ অভিযানে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, টেকনাফ পৌরশহরের পেট্রোল পাম্পগুলো ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করে গ্রহকের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এইরকম তথ্য পেয়ে মঙ্গলবার (৭ মার্চ) পেট্টোল পাম্প গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় উপজেলা প্রশাসন।
অভিযানকালে সিংগার শো-রুমের পাশে ভুট্রুর রডের দোকানে ওজনে গরমিল পাওয়ায় দোকানের মালিককে ২ হাজার টাকা আর বাস স্টেশনের পূর্বপাশে মাংসের দোকানে ওজনে গরমিল পাওয়ায় তাকে ১ হাজার টাকা সর্বমোট ৩ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানার পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।