বান্দরবানের আলীকদমে স্বামী হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
বান্দরবানে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম জানান, দীর্ঘ শুনানির পর আদালত হাসিনা বেগমের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন। এ ছাড়াও তাকে ১০ হাজার টাকার অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা গেছে, ১৯৯৩ সালের ২৭ মার্চ নিজ বাড়িতে খুন হন কোরবান আলী। পরদিন ২৮ মার্চ সকালে নিহতের চাচাতো ভাই এরশাদ মিঞা বাদী হয়ে আলীকদম থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম এবং আসামি পক্ষের আইনজীবী কৌশিক দত্ত শুনানিতে অংশ নেন।