চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য হতে নগর, জেলা, উপজেলা মিলিয়ে গেল দুইদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ২৫ প্রার্থী। দলীয় মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ২৩মার্চ বৃহস্পতিবার।
গত সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত ২৫ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
দলের মনোনয়ন প্রত্যাশীরা হলেন-মো. সাইফুল ইসলাম, মো.খোরশেদ, আবদুচ ছালাম, এসএম কফিল উদ্দিন, আশেক রসুল খান, সেলিনা খান, এটিএম আলী রিয়াজ খান, মো. জাহেদুল হক, জহুর চৌধুরী, সুকুমার চৌধুরী, হায়দার আলী চৌধুরী, মনোয়ার হোসেন, মনছুর আলম, শিরিন আহমেদ, আহমেদ ফয়সাল চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, নোমান আল মাহমুদ, মো. আবু তাহের, কফিল উদ্দিন খান, মো. মোস্তাফিজুর রহমান, মো.এমরান, সাইফুদ্দিন আহমেদ ববি, মো. আবদুল কাদের, এসএম আবুল কালাম ও এএ নুরুল ইসলাম।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের শেষদিন ২৭ মার্চ, ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাই, ৫ এপ্রিল প্রত্যাহার, ৬ এপ্রিল প্র্রতীক বরাদ্দ, ২৭ এপ্রিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
কর্ণফুলী নদীর দুইপাড়ের জনপদ নিয়ে গঠিত এ আসন (বোয়ালখালী, চাঁন্দগাও, বায়েজিদ আংশিক ও পাঁচলাইশ আংশিক)। ২০১৯ সালের ৭ নভেম্বর সাংসদ মঈন উদ্দিন খান বাদল মৃত্যুবরণ করলে অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন।
২০২০ সালের ১৩ জানুয়ারি এ উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ। তিনি গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এ আসন শূন্য হয়।