মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের খেজুরবাগান (গলাকাঁটা) ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মো. হায়দার আলীর (২০) বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামে। তিনি ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের হায়দার ভ্যান নিয়ে ভুমদক্ষিণ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। মাথায় আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।তবে ড্রাইভার-হেলপারকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ট্রাক আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।