ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কৃষ্ণপুর (ইসলামপুর) গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় গত বুধবার (৫ইএপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর চাচা জামাল উদ্দিন বাদী হয়ে আকরামুল (২৫) কে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং ০৪/২৩
মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রামের ভুক্তভোগী ছাত্রীর বাড়ি। সে স্থানীয় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়াশোনা করেন। গত ৩০ মার্চ কৃষ্ণপুর গ্রামের মো. রুহুল মিয়ার পুত্র আকরামুল (২৫) ছাত্রীকে বাড়ির পাশের পুকুর পাড়ে পতিত জমিতে জোরপূর্বক ধর্ষণ করে।
এঘটনা ভুক্তভোগী ছাত্রীর ধর্ষণের নগ্নতা ছবি দিয়ে ব্ল্যাকমেইল করারও অভিযোগ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল মডেল থানা উপ-পরিদর্শক এসআই মো. সুজন মিয়া মুঠোফোনে এজেড নিউজ বিডি কে বলেন- অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। জড়িত আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে থানায় নিয়মিত মামলা নথিভুক্ত করে আসামিকে গ্রেফতার করার জোর অভিযান চলছে, উপ-পরিদর্শক মো. সুজন মিয়া মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।