ফের বাড়ছে করোনা, ভারতের ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ফের বাড়ছে করোনা, ভারতের ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া।

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে ফের মাস্ক বাধ্যতামূলক ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। রোববার (৯ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই সপ্তাহের শুরুতে একটি পর্যালোচনা সভা করেন সেখানে তিনি রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধার প্রস্তুতি পর্যালোচনা করতে বলেছেন।

সরকারি ও বেসরকারী উভয় হাসপাতালের জরুরি প্রস্তুতি মূল্যায়নের জন্য সোমবার এবং মঙ্গলবার একটি দেশব্যাপী এক মহড়ার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, আইসিইউ, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য সকল বিষয়ে প্রস্তুতি আছে।

করোনার চতুর্থ ঢেউয়ের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার সতর্ক হওয়া দরকার। শেষ কোভিড মিউটেশন ছিল ওমিক্রনের BF.7 সাব-ভেরিয়েন্ট, এবং এখন XBB1.16 সাব-ভেরিয়েন্ট সংক্রমণের বৃদ্ধি ঘটাচ্ছ। তবে পূর্বের অভিজ্ঞতায় সাব-ভেরিয়েন্টগুলো খুব বেশি বিপজ্জনক নয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফের বাড়ছে করোনা, ভারতের ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

ফের বাড়ছে করোনা, ভারতের ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া।

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে ফের মাস্ক বাধ্যতামূলক ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। রোববার (৯ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই সপ্তাহের শুরুতে একটি পর্যালোচনা সভা করেন সেখানে তিনি রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধার প্রস্তুতি পর্যালোচনা করতে বলেছেন।

সরকারি ও বেসরকারী উভয় হাসপাতালের জরুরি প্রস্তুতি মূল্যায়নের জন্য সোমবার এবং মঙ্গলবার একটি দেশব্যাপী এক মহড়ার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, আইসিইউ, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য সকল বিষয়ে প্রস্তুতি আছে।

করোনার চতুর্থ ঢেউয়ের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার সতর্ক হওয়া দরকার। শেষ কোভিড মিউটেশন ছিল ওমিক্রনের BF.7 সাব-ভেরিয়েন্ট, এবং এখন XBB1.16 সাব-ভেরিয়েন্ট সংক্রমণের বৃদ্ধি ঘটাচ্ছ। তবে পূর্বের অভিজ্ঞতায় সাব-ভেরিয়েন্টগুলো খুব বেশি বিপজ্জনক নয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত