শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে এবং স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে কোটি টাকার প্রতারণা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৯ অক্টোবর) কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন-২ কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, সময়ের সাথে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। সম্প্রতি কুমিল্লার কয়েকটি পরিবার এমন প্রতারণার শিকার হন।
প্রতারনার শিকার মোছাম্মদ হাসিনা বেগম (৭০), মোছাম্মদ সালমা মির্জা (২১) ও মো. বিল্লাল হোসেন (২৫) র্যাব কার্যালয়ে এক অভিযোগের প্রেক্ষিতে ৭ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, দুটি চেক বই, নগদ ৩২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, এ প্রতারক চক্র বিভিন্ন বাসা বাড়িতে ভাড়ায় উঠে বাড়ির মালিকসহ প্রতিবেশিদের সঙ্গে সখ্যতা তৈরি করে। পরে শান্তিরক্ষা মিশনে স্বামী নিহত হয়েছে, স্বামীর সরকারী অনুদানের ১ কোটি টাকা উত্তোলন করতে ব্যাংকে ১০ শতাংশ টাকা জমা দিতে হবে বলে কয়েক ঘণ্টার জন্য ফেরতসহ অতিরিক্ত টাকা দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।
গ্রেপ্তারকৃত প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।