ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার (৫ মে) বিরহুলি গ্রামের মানিক পীর স্থান ও গোরস্তানের মাটি কাটা বন্ধে ঐ এলাকায় বিরহলি, বেতুরা, সেতেরাই, ভেমটিয়া, চাপোর গ্রামের সুশীল সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি সমাবেশ করেছেন।
জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের পার্শ্ববর্তী বিরহলি গ্রামের একটি গোরস্থান রয়েছে যেখানে অনেক মানুষের কবর রয়েছে বলে ঐ এলাকার জন সূত্রে জানা গেছে। সেই গোরস্থান এলাকা মানিক পীর নামেও পরিচিত রয়েছে। আর সেই মানিক পীর ও গোরস্তানের মাটি কাটা বন্ধ করতে স্থানীয় গ্রাম মহল্লার বাসিন্দারা মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই মাটি কাটা বন্ধ করতে হবে এবং যেসব মাটি কেটে নেওয়া হয়েছে অতি শীঘ্রই তা ভরাট করতে হবে বলে দাবি জানান।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্বে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। কবরস্থান পুনরায় ভরাট করা হবে।