নড়াইল-২ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন ঘিরে সরগরম হয়ে উঠেছে। রাজনীতির মাঠে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় বেশী সময় দেওয়া শুরু করেছেন। অনেক সম্ভাব্য প্রার্থীরা মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও বেড়েছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিজয়ের পিছনে এ এম আব্দুল্লাহ উপজেলার প্রতিটি গ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন। নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সস্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ন-সাধারণ সস্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)। তিনি আগামী জাতীয় সংসদ নিবার্চনে নড়াইল-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী।
তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কালে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে জনগণের সামনে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইছেন। এছাড়া ও দলীয় কর্মকাণ্ডের বাহিরে তার নেওয়া সামাজিক কর্মকাণ্ড শিক্ষা বৃত্তির প্রদান করেছে। এ এম আব্দুল্লাহ জানান, ছাত্র জীবন থেকে কলেজ ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজ ও আওয়ামী লীগের হয়ে রাজনীতি করছেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার নিবিড় সস্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সুযোগ দিলে তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান।