নড়াইলের সদ্যপ্রয়াত সমাজ সেবক ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রনাথ সাহা’র নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় নড়াইল পাবলিক লাইব্রেরির হলরুমে বাংলাদেশ গণশিল্পী সংস্থা নড়াইল এই নাগরিক শোকসভার আয়োজন করে।
সংস্থার সভাপতি অধ্যাপক মলয় কুমার নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড কাজি বশিরুল হকের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবির, পৌর মেয়র আন্ঞ্জমান আরা, এ্যাড কমরেড নজরুল ইসলাম, এ্যাড এস এ মতিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তায়েব আলি আসাদ, শৈলেন্দ্রনাথ সাহার সহদর অচিন্ত সাহা, সমাজ কর্মী সাবেক পৌর কাউন্সিলর কল্যান মুখার্জি, সাংবাদিক অশোক কুমার কুন্ডু, বাবুল কুমার সাহা,শাহ আলম প্রমুখ।