নড়াইলে জুয়ার আসর থেকে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে। মঙ্গলবার (৯ মে) রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতরা হলেন,নড়াইল সদর উপজেলার ভাটিয়া গ্রামের সৈয়দ নওশের আলীর ছেলে মাসুদ রানা বাবুল (৫০), লোহাগড়া উপজেলার চাচই গ্রামের সলেমান শেখের ছেলে জুনায়িদ শেখ (৩৯), একই গ্রামের তৈয়ব শিকদারের ছেলে সাদ্দাম শিকদার (২৮), মাকড়াইল গ্রামের মৃত আবুল ওহাব মোল্যার ছেলে রবিউল ইসলাম (৪২), একই গ্রামের মান্নু শিকদারের ছেলে তাইফুর শিকদার (২৭) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন ধুলজুড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনজু সরদার (৪২) ও মৃত হাবিবুর রহমানের ছেলে কাবুল শেখ (৩০)।
নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক ও জুয়া আইনে দুটি মামলা হয়েছে। নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।