নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিয়া, লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় পুলিশ কয়েকটি বাড়ি তল্লাশি করে ৩টি ঢাল, ১১টি সড়কি ও ২টি বল্লম উদ্ধার করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১মে) সকালে উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামে বার্তমান ইউপি সদস্য নজরুল মোল্যা ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার মধ্যে নির্বাচনসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একই গ্রামের ইলিয়াস মোল্যার ঘরে চুরি করতে গিয়ে নজরুল মোল্যার ছেলে কিশোর রবিউল হাতে নাতে ধরা পড়ে। এ ঘটনায় নজরুল মোল্যা ছেলেকে শাসন করতে গেলে এর সঙ্গে ইব্রাহিম মোল্যার পক্ষের রহমানের ছেলে সুজনও জড়িত বলে রবিউল বাবার কাছে জানায়।
রবিউলের তথ্য অনুযায়ী নজরুল মেম্বার পরে সজুন কে শাসন করতে গেলে প্রতিপক্ষ ইব্রাহিম মোল্যাসহ ওই পক্ষের লোকজন সুজনকে নির্দোষ দাবি করে এর প্রতিবাদ করেন। এ নিয়ে গ্রামে উত্তেজনার এক পর্যায়ে বৃহস্পতিবার (১১ মে) সকালে দেশীয় তৈরী ঢাল,সড়কি,রামদা,ইটপাটকেল অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষ বাধে। এতে দুপক্ষে অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের কালিয়া ও লোহাগড়া হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইসচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। এ সময় কয়েকটি বাড়ীতে তল্লাসি চালিয়ে ৩টি ঢাল, ১১টি সড়কি ও ২টি বল্লম উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।