ঘূর্ণিঝড় ‘মোখা’র আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে কক্সবাজারের সাধারণ মানুষ। এদিকে শহরের হোটেল মোটেল জোনের ৬৮টি আবাসিক হোটেল ও গেস্ট হাউসকে আস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি। শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ শতাধিক মানুষ বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান গ্রহণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে কক্সবাজারের সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা হোটেল মালিকপক্ষ মানবিক বিবেচনায় হোটেলসমূহ উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছি। ইতোমধ্যে অনেক হোটেল পরিপূর্ণ হয়ে গেছে। বাকি হোটেলসমূহেও মানুষ উঠছেন।
এই মুহূর্তে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা উচিৎ মনে করছেন হোটেল মালিকরা। হোটেল মালিকরা দুর্গতদের জন্য বিভিন্ন প্রকার শুকনো খাবার মওজুদ করতে দেখা গেছে। অন্যদেরও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে আহবান করেছেন হোটেল মালিকরা।