বগুড়ায় নাহিদ হত্যাকাণ্ড; জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

,
বগুড়ায় নাহিদ হত্যাকাণ্ড; জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে (১৩ মে) শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচী পালন করে বগুড়া স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার নেতৃবৃন্দ।

নিহত নাহিদের স্ত্রী সুমাইয়া আক্তার সুমা বক্তব্যে বলেন, ‘এই সাতমাথায় অসংখ্য নিহতের পরিবারের মানববন্ধন করেছে। কিন্তু কারো সুফল মেলেনি। কেউ বিচার পায়নি। আমাদের মিথ্যা শান্তনা দিয়ে কি লাভ? আমি আমার দুই সন্তান নিয়ে কার কাছে যাব? প্রশাসন আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তবুও আশা রাখি আমার স্বামী হত্যায় জড়িত আসামিরা শাস্তি পাবে। আমি সুষ্ঠু বিচার চাই।’’

নিহত নাহিদের মাতা হালিমা বেগম বলেন, ‘আমার ছেলেকে যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, ঠিক সেইভাবে আসামিদের মারা হোক। আমার ছেলে হত্যায় জড়িত সকল আসামির ফাঁসি চাই।’

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাসিমের সভাপতিত্বে মোঃ লিটন শেখের সঞ্চালনায় বগুড়া জেলার সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, শহর শাখার সহ সভাপতি আরিফুল বারী আনজিল, রায়হান, শেখ, রাশেদ মন্ডল, অমিত পশারী, মাসুদ আহমেদ, আতিকুর রহমান শুভ, আহসান হাবিব শাওন, আসাদুজ্জামান আসাদ, মোঃ হালিম, মিথুন ,যুগ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহান, নাঈম খানঁ, আরাফাত রহমান মিশু, সিফাত আকন্দ সনি, মোতাহার হোসেন মিজু, বিজয় শেখ, বিশাল শেখ, সাব্বির হোসেন বাদু, আবু নাছের, রুবেল হোসেন, পলাশ প্রাং, রাব্বি, আলিফ মাহমুদ বাপ্পি, নিরব শেখ, জোবায়ের, সাজন ইসলাম, আপেল মাহমুদ, নিহত নাহিদের স্ত্রী সুমাইয়া আক্তার সুমা ,দুই সন্তান , মাতা হালিমা সহ প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

নাহিদকে হত্যার ঘটনায় ইমন (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গত বুধবার (১০ মে) রাত ৮ টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। সে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

গত মঙ্গলবার (৯ মে) রাতে এ হত্যাকান্ডের ঘটনার পরপরই নিহত নাহিদের বাবা ঝন্টু ব্যাপারি ১৮জনকে আসামি করে মামলা করেন।

উল্লেখ্য, গত (৯ মে) মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ওই এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বগুড়ায় নাহিদ হত্যাকাণ্ড; জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ায় নাহিদ হত্যাকাণ্ড; জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে (১৩ মে) শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচী পালন করে বগুড়া স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার নেতৃবৃন্দ।

নিহত নাহিদের স্ত্রী সুমাইয়া আক্তার সুমা বক্তব্যে বলেন, ‘এই সাতমাথায় অসংখ্য নিহতের পরিবারের মানববন্ধন করেছে। কিন্তু কারো সুফল মেলেনি। কেউ বিচার পায়নি। আমাদের মিথ্যা শান্তনা দিয়ে কি লাভ? আমি আমার দুই সন্তান নিয়ে কার কাছে যাব? প্রশাসন আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তবুও আশা রাখি আমার স্বামী হত্যায় জড়িত আসামিরা শাস্তি পাবে। আমি সুষ্ঠু বিচার চাই।’’

নিহত নাহিদের মাতা হালিমা বেগম বলেন, ‘আমার ছেলেকে যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, ঠিক সেইভাবে আসামিদের মারা হোক। আমার ছেলে হত্যায় জড়িত সকল আসামির ফাঁসি চাই।’

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাসিমের সভাপতিত্বে মোঃ লিটন শেখের সঞ্চালনায় বগুড়া জেলার সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, শহর শাখার সহ সভাপতি আরিফুল বারী আনজিল, রায়হান, শেখ, রাশেদ মন্ডল, অমিত পশারী, মাসুদ আহমেদ, আতিকুর রহমান শুভ, আহসান হাবিব শাওন, আসাদুজ্জামান আসাদ, মোঃ হালিম, মিথুন ,যুগ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহান, নাঈম খানঁ, আরাফাত রহমান মিশু, সিফাত আকন্দ সনি, মোতাহার হোসেন মিজু, বিজয় শেখ, বিশাল শেখ, সাব্বির হোসেন বাদু, আবু নাছের, রুবেল হোসেন, পলাশ প্রাং, রাব্বি, আলিফ মাহমুদ বাপ্পি, নিরব শেখ, জোবায়ের, সাজন ইসলাম, আপেল মাহমুদ, নিহত নাহিদের স্ত্রী সুমাইয়া আক্তার সুমা ,দুই সন্তান , মাতা হালিমা সহ প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

নাহিদকে হত্যার ঘটনায় ইমন (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গত বুধবার (১০ মে) রাত ৮ টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। সে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

গত মঙ্গলবার (৯ মে) রাতে এ হত্যাকান্ডের ঘটনার পরপরই নিহত নাহিদের বাবা ঝন্টু ব্যাপারি ১৮জনকে আসামি করে মামলা করেন।

উল্লেখ্য, গত (৯ মে) মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ওই এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত