চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় চলন্ত রিকশায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে দগ্ধ হওয়া মো. জাবেদুল (২৫) নামের সেই রিকশাচালক মারা গেছেন। রোববার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এরআগে সকাল সাড়ে ৯টার দিকে বায়েজিদের অক্সিজেন মোড় এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে দগ্ধ হন তিনি। নিহত জাবেদুল লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশি মোড় গ্রামের মাহাতাব আলীর ছেলে।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেন মোড় এলাকায় বিদ্যুতের তারে লেগে দগ্ধ হওয়া জাবেদুল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসকরা তাকে ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।