নড়াইলে ১৮ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
নড়াইলে মতুয়া মিশন জেলা কমিটি এবং শরীফ ফাউন্ডেশন নড়াইল ও রোটারী ক্লাব অব চট্রগ্রামের সহযোগিতায় নড়াইল ১৮টি লীলামৃত বিদ্যালয়ে শিক্ষা উপকরণ, শিক্ষকদের সম্মানীভাতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মতুয়া রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস বোস, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.শরীফ আশরাফুজ্জামান ঝিন্টু, রোটারিয়ান ফরিদা পারভিন, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল।