প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া বিশাল এই বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে আলাদা আলাদা ব্যনারে বিশাল মিছিল নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ দৌলত ময়দানে জমায়েত হয়।
বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএপনিকে হুশিয়ার করে বক্তারা বলেন- রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা এবং হুমকি প্রদানকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনার একজন কর্মীও বেঁচে থাকতে বিএনপিকে কক্সবাজারের রাজনীতির মাঠে নাশকতা করতে নামতে দেয়া হবেনা। হত্যা, খুন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ উৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা মৎসজীবী লীগের সভাপতি আজিজ, এডভোকেট একরামুল হুদা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী।