গাইবান্ধার পলাশবাড়িতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাক্ষধ্য শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ মাসুদ রানা, উপজেলা কেন্দ্রী মসজিদের পেশ ইমাম মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা প্রমূখ।
বক্তারা দেশকে আরো এগিয়ে নিতে তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সামাজিক সম্পীতি বৃদ্ধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইিলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।