চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (২৮ মে) ভোরে থানার ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২নম্বর কক্ষের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।