রাজধানীর তেজগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী ও নাখালপাড়া ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ বরকত হোসেনকে (৫১) মারধর করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৭ মে) তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, পাশের বাসার মমতাজ উদ্দীনের পরিবারের সাথে বিরোধ চলছিলো শেখ বরকত হোসেনের। শনিবার বিকাল ৩টার দিকে মমতাজ উদ্দীনের বাসার বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে শেখ বরকত হোসেনের বাসার সামনে লাগাতে আসে বিদ্যুৎ অফিসের লোকজন। এসময় বরকত হোসেন বাধা দিলে মমতাজ উদ্দীনের ছেলে জীবন, তপন, খলিল ও তার ছেলে রিপন, ফজলু, লিটন, সাইদুরসহ অনেকে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন শেখ বরকত হোসেন। পরবর্তীতে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায় প্রতিপক্ষরা।
এই ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী বরকত হোসেন। যার নম্বর ১৫৬৮।