“টেকশই দুগ্ধ শিল্প: সুস্থ্য মানুষ,সবুজ প্রথিবী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার (১জুন) জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলে উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুল আলম, উপজেলা প্রানিসম্পদ অফিসার রোকোনুজ্জামান,পুলিশ পরিদর্শক মোঃ মফিজুর রহমান প্রমূখ।