যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। কিন্তু গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাবলুর চায়ের দোকানে ঘটনাটি ঘটে। বর্তমানে রামকৃষ্ণপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাবলুর দোকানে বসে ছিলেন। এসময় কায়েতখালি গ্রামের হোসেন আলীর ছেলে রাসেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্য দুই রাউন্ড গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। গুলির শব্দে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। এদিকে মাজহারুল ইসলামকে লক্ষ্য করে গুলি করার পর রামকৃষ্ণপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোকাররম জানান, মাজহারুল ইসলামকে লক্ষ্য করে গুলি করার খবরে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।