কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের হেক্সা মিশন

,
কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের হেক্সা মিশন

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল। জাতীয় দলের মতোই এই বিশ্ব আসরেও পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিলের যুবারা। ৬ষ্ঠ শিরোপা জেতার আশায় শক্তিশালী দল নিয়েই আর্জেন্টিনায় পা রেখেছিল হলুদ জার্সিধারীরা। তবে, জাতীয় দলের মতোই দীর্ঘায়িত হলো তাদের বিশ্বকাপের হেক্সা মিশন।

শনিবার (৩ জুন) কোয়ার্টার ফাইনালে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। শক্তি, সামর্থ্যে এগিয়ে থাকলেও ইসরায়েলের কাছে তারা হেরেছে ৩-২ গোলে। যেকোনো পর্যায়ের ফুটবলে এটি ইসরায়েলের সেরা জয়।

সান হুয়ানে রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। শেষ দিকে গোল করে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে সেলেসাওদের হতাশ করে ইসরায়েল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ শটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেনার্দো। কিন্তু এই লিড ধরে রাখা যায় কেবল ৪ মিনিট। আনান খলিলি দূর থেকে আসা পাস হেড করে জালে জড়িয়ে দেন।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে দারুণ অসাধারণ দৃষ্টি নন্দন গোল পেয়ে জয়ের একদম কাছে চলে গিয়েছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের কাছ থেকে বল পেয়ে ম্যাথুউস নসিমেন্তো ২-১ করে ফেলেন ব্যবধান।

ম্যাচ তখন ব্রাজিলের পকেটে। সেই পকেট থেকেও তা পরে বেরিয়ে যায়। যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি। খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্রাজিলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল পেয়ে যান ডেভিড তুর্গেম্যান। এই জয়ে প্রথমবার ফিফার মঞ্চে সেমিফাইনালের মতো বড় কোনো ম্যাচ খেলবে ইসরায়েল।

এবার যুব বিশ্বকাপে ইসরাইলের অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেও শুরুতে আয়োজক থাকা ইন্দোনেশিয়ায় ইসরাইলের খেলা নিয়ে তৈরি হয় রাজনৈতিক টানাপড়েন। এমনকি কিছু দলের পক্ষ থেকে আসতে থাকে হুমকিও। পরে ফিফা ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যায় আর্জেন্টিনায়। বাছাই পেরিয়ে খেলার যোগ্যতা না পেলেও স্বাগতিক হিসেবে সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনাও। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তারা নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নেয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের হেক্সা মিশন

কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের হেক্সা মিশন

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল। জাতীয় দলের মতোই এই বিশ্ব আসরেও পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিলের যুবারা। ৬ষ্ঠ শিরোপা জেতার আশায় শক্তিশালী দল নিয়েই আর্জেন্টিনায় পা রেখেছিল হলুদ জার্সিধারীরা। তবে, জাতীয় দলের মতোই দীর্ঘায়িত হলো তাদের বিশ্বকাপের হেক্সা মিশন।

শনিবার (৩ জুন) কোয়ার্টার ফাইনালে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। শক্তি, সামর্থ্যে এগিয়ে থাকলেও ইসরায়েলের কাছে তারা হেরেছে ৩-২ গোলে। যেকোনো পর্যায়ের ফুটবলে এটি ইসরায়েলের সেরা জয়।

সান হুয়ানে রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। শেষ দিকে গোল করে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে সেলেসাওদের হতাশ করে ইসরায়েল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ শটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেনার্দো। কিন্তু এই লিড ধরে রাখা যায় কেবল ৪ মিনিট। আনান খলিলি দূর থেকে আসা পাস হেড করে জালে জড়িয়ে দেন।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে দারুণ অসাধারণ দৃষ্টি নন্দন গোল পেয়ে জয়ের একদম কাছে চলে গিয়েছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের কাছ থেকে বল পেয়ে ম্যাথুউস নসিমেন্তো ২-১ করে ফেলেন ব্যবধান।

ম্যাচ তখন ব্রাজিলের পকেটে। সেই পকেট থেকেও তা পরে বেরিয়ে যায়। যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি। খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্রাজিলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল পেয়ে যান ডেভিড তুর্গেম্যান। এই জয়ে প্রথমবার ফিফার মঞ্চে সেমিফাইনালের মতো বড় কোনো ম্যাচ খেলবে ইসরায়েল।

এবার যুব বিশ্বকাপে ইসরাইলের অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেও শুরুতে আয়োজক থাকা ইন্দোনেশিয়ায় ইসরাইলের খেলা নিয়ে তৈরি হয় রাজনৈতিক টানাপড়েন। এমনকি কিছু দলের পক্ষ থেকে আসতে থাকে হুমকিও। পরে ফিফা ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যায় আর্জেন্টিনায়। বাছাই পেরিয়ে খেলার যোগ্যতা না পেলেও স্বাগতিক হিসেবে সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনাও। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তারা নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নেয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত