আল হিলালে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আল হিলালে যাচ্ছেন মেসি

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি রিয়াদের আল-হিলাল ক্লাবের সঙ্গে চুক্তি করবেন। ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি ক্লাবের কর্মকর্তারা এরইমধ্যে সেখানে পৌঁছেছেন।

পিএসজি ছাড়ার খবর পাকা হওয়ার পরেই মেসির সৌদি ক্লাবে যোগ দেওয়ার এ খবর এলো।

সূত্র বলছে, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার জন্য সাতবারের ব্যালন ডি অর জয়ী রিয়াদে যাবেন।

সৌদি গেজেটের ওই সূত্র লিওনেল মেসির চুক্তি মূল্য ও বেতন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে। তবে আগে যেসব খবর বেরিয়েছিল সে অনুযায়ী, পিএসজি ছাড়ার পর লিওনেল মেসির সঙ্গে বছরে ৪০০ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক চুক্তি করার কথা ভাবছে আল হিলাল।

এটি চূড়ান্ত হলে মেসি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। এরমধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন পর্তুগিজ তারকা।

মেসির আল হিলালে যোগ দেওয়া নিশ্চিত হলে এটি সৌদি আরবের জন্য বিরাট পাওয়া হবে। এরমধ্য দিয়ে বিশ্ব ফুটবলের দুই নক্ষত্র তাদের পেশাদার লিগ টুর্নামেন্টে খেলবে।

সৌদি গেজেট আরও জানায়, গত ১৪ মার্চ সৌদি রাজধানীতে ছেলের আবাসন ব্যবস্থা নিশ্চিতে রিয়াদে সফর করেন হোর্হে মেসি।

বর্তমানে সৌদি আরবের পর্যটন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি।
ফুটবলের এই পোস্টার বয় মার্চে পিএসজির অনুমতি ছাড়া রিয়াদ সফর করেন। ওই সময় থেকেই তার পিএসজি ছাড়ার খবর চাওড় হয়।

শনিবার (৩ জুন) প্যারিস সেন্ট-জার্মেই ছাড়ার খবর নিশ্চিত করেন মেসি।

লিওনেল মেসি বলেন, “পিএসজির প্রতিনিধিত্ব করতে পারায় আমি খুবই আনন্দিত। এই দলের সঙ্গে দলের চমৎকার খেলোয়াড়দের সঙ্গে খেলাটা আমি অত্যন্ত উপভোগ করেছি। আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, পিএসজিতে আমার অভিজ্ঞতা চমৎকার ছিল।”

এছাড়া পিএসজির পক্ষ থেকে বলা হয়, “ফ্রান্সের রাজধানীতে দুই মৌসুম শেষে পিএসজির সঙ্গে লিওনেল মেসির রোমাঞ্চকর যাত্রা ২০২২-২৩ মৌসুম শেষেই থেমে যাবে। ক্যারিয়ারে আগামী দিনগুলোতে লিও আরও অনেক সাফল্য পাবে, সেই আশাই করে ক্লাব।”

মেসি ছাড়াও মৌসুম শেষে পিএসজি ছেড়ে যাচ্ছেন সার্জিও রামোসও।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আল হিলালে যাচ্ছেন মেসি

আল হিলালে যাচ্ছেন মেসি

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি রিয়াদের আল-হিলাল ক্লাবের সঙ্গে চুক্তি করবেন। ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি ক্লাবের কর্মকর্তারা এরইমধ্যে সেখানে পৌঁছেছেন।

পিএসজি ছাড়ার খবর পাকা হওয়ার পরেই মেসির সৌদি ক্লাবে যোগ দেওয়ার এ খবর এলো।

সূত্র বলছে, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার জন্য সাতবারের ব্যালন ডি অর জয়ী রিয়াদে যাবেন।

সৌদি গেজেটের ওই সূত্র লিওনেল মেসির চুক্তি মূল্য ও বেতন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে। তবে আগে যেসব খবর বেরিয়েছিল সে অনুযায়ী, পিএসজি ছাড়ার পর লিওনেল মেসির সঙ্গে বছরে ৪০০ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক চুক্তি করার কথা ভাবছে আল হিলাল।

এটি চূড়ান্ত হলে মেসি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। এরমধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন পর্তুগিজ তারকা।

মেসির আল হিলালে যোগ দেওয়া নিশ্চিত হলে এটি সৌদি আরবের জন্য বিরাট পাওয়া হবে। এরমধ্য দিয়ে বিশ্ব ফুটবলের দুই নক্ষত্র তাদের পেশাদার লিগ টুর্নামেন্টে খেলবে।

সৌদি গেজেট আরও জানায়, গত ১৪ মার্চ সৌদি রাজধানীতে ছেলের আবাসন ব্যবস্থা নিশ্চিতে রিয়াদে সফর করেন হোর্হে মেসি।

বর্তমানে সৌদি আরবের পর্যটন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি।
ফুটবলের এই পোস্টার বয় মার্চে পিএসজির অনুমতি ছাড়া রিয়াদ সফর করেন। ওই সময় থেকেই তার পিএসজি ছাড়ার খবর চাওড় হয়।

শনিবার (৩ জুন) প্যারিস সেন্ট-জার্মেই ছাড়ার খবর নিশ্চিত করেন মেসি।

লিওনেল মেসি বলেন, “পিএসজির প্রতিনিধিত্ব করতে পারায় আমি খুবই আনন্দিত। এই দলের সঙ্গে দলের চমৎকার খেলোয়াড়দের সঙ্গে খেলাটা আমি অত্যন্ত উপভোগ করেছি। আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, পিএসজিতে আমার অভিজ্ঞতা চমৎকার ছিল।”

এছাড়া পিএসজির পক্ষ থেকে বলা হয়, “ফ্রান্সের রাজধানীতে দুই মৌসুম শেষে পিএসজির সঙ্গে লিওনেল মেসির রোমাঞ্চকর যাত্রা ২০২২-২৩ মৌসুম শেষেই থেমে যাবে। ক্যারিয়ারে আগামী দিনগুলোতে লিও আরও অনেক সাফল্য পাবে, সেই আশাই করে ক্লাব।”

মেসি ছাড়াও মৌসুম শেষে পিএসজি ছেড়ে যাচ্ছেন সার্জিও রামোসও।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত