বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে নাটকীয়তা বেশ জমে উঠেছে।ক্ষণে ক্ষণে আসছে নতুন নতুন খবর। ইতোমধ্যে পিএসজির সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকে গেছে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারের। মেসির পরবর্তী সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদি ক্লাব আল-হিলালের কথাই বারবার ওঠে আসছে।
একদিন আগেই সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, দেশটির ক্লাব আল হিলালেই যাচ্ছেন লিওনেল মেসি।
সৌদি গেজেটর প্রতিবেদনে বলা হয়, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি রিয়াদের আল-হিলাল ক্লাবের সঙ্গে চুক্তি করবেন। ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক এ চুক্তি সই হবে। এজন্য সৌদি ক্লাবের কর্মকর্তারা এরইমধ্যে সেখানে পৌঁছেছেন।
তবে সেই আলোচনার মোড় হঠাৎই ঘুরে গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম বলছে, সোমবার (৫ জুন) সকালে আল হিলালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তিনি সৌদি ক্লাব কর্তৃপক্ষকে জানান, ২০২৪ সাল পর্যন্ত চুক্তি স্থগিত রাখার অনুরোধ করেছেন এলএমটেন।
এই প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছে আল হিলাল। তারা জানায়, সামনের বছরে ৫০ কোটি ইউরো বেতন দেওয়ার মতো পরিস্থিতি এখনকার মতো তখন নাও থাকতে পারে।
এই গুঞ্জনের আগে মেসির বাবা বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার বাসায় যান। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, তার ছেলে বার্সায় ফিরতে পারলেই খুশি হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা মোটামুটি নিশ্চিত যে, নিজের পুরোনো ক্লাবেই ফিরতে বেশি আগ্রহী মেসি।