কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবন। এরই মধ্যে পরীমণি বলেছেন, তিনি আর রাজকে নিজের জামাই হিসেবে ভাবতে চান না। অন্যদিকে রাজ জানিয়েছেন, পরীমণির সিদ্ধান্তই মেনে নেবেন তিনি।
তাদের এই বাগ্বিতণ্ডায় এবার উঠে এসেছে কাবিননামার প্রসঙ্গও। জানা গেছে, এরই মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে রাজ-পরীর বিয়ের কাবিননামা।
পরীমণি জানান, গত মার্চের শেষ সপ্তাহে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন রাজ পরীকে বলেছিল, এ বিয়ে সে মানে না।
পরীমণি কৌতুক করে এও জানালেন, কী হাস্যকর একটা কথা। কাবিননামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়! তবে এত কিছুর পরও রাজের সঙ্গে সংসার করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
পরী জানান, তিনি অনেক চেষ্টা করেছেন রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। এমনকি রাজের হাত-পাও ধরেছেন পরী। কিন্তু রাজ পরীর সঙ্গে থাকতে চায় না। শুধু তাই নয়, যাওয়ার আগে পরীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে।
নিজের অতীত সুখকর নয় উল্লেখ করে পরী জানান, এটা সত্যি, তার অতীত খুব একটা সুখকর নয়। এত কিছুর পরও তিনি রক্ত-মাংসের মানুষ। অন্তত সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলেন পরী। সেটাও আর হয়ে উঠল না।
তবে কি এবার সত্যিই রাজ-পরীর সংসার ভেঙে যাবে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি জানান, হ্যাঁ সত্যি, রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছে তার নেই।
প্রসঙ্গত, সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির আপত্তিকর কিছু ভিডিও ফাঁস হয়। সুনেরাহ বিনতে কামাল পরীমণির বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনিই ভিডিওগুলো ফাঁস করেছেন। জবাবে পরীমণি জানান, ভিডিও ফাঁস তো দূরের কথা, রাজ তার সঙ্গে এখন থাকেই না। গত ২০ মে পরীর বাসা থেকে বেরিয়ে গেছে শরিফুল রাজ। এরপরই বিচ্ছেদের গুঞ্জন ওঠে রাজ-পরীর সংসারে।