নড়াইলের কালিয়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে চতুর্থ ধাপে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এসময় ২০ জন মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল, খাবার এবং ২০ টি ছাগলের খোয়ার বিতরণ করা হয়।