রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুনঃ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জুন) রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমার উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এইজন্য আমাদের খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমানের দিকেও লক্ষ্য রাখতে হবে। নিজেও এই বিষয়ে জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারমান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, কৃষি কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, ৭ই জুন থেকে ১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপন করা হবে। সূচনা প্রোগ্রাম ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে মাঠ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করবেন।