চট্টগ্রাম বন্দর থানায় ১১ বছর আগের দায়েরকৃত অস্ত্র মামলায় দুই জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, জিয়া উদ্দিন (৪১) ও বেলাল হোসেন (৪৩)। এদের মধ্যে জিয়া নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলী শাহ পাড়া ও বেলাল কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা।
বুধবার (৭জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন। রায়ের সময় জিয়া আদালতে উপস্থিত থাকলেও বেলাল জামিনে বের হওয়ার পর থেকে পলাকত।
সূত্রে জানা গেছে, নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলে পাড়া থেকে ২০১২ সালের অক্টোবরে দেশীয় দোনলা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন এসআই মো. কাওচার উদ্দীন চৌধুরী বাদী হয়ে আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
২০১৩ সালের ২৯ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।