নড়াইলের ডিবি পুলিশ নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসিফ মল্লিক হাসিব (৩১) কে আটক করেছে। সে পাখিমারা গ্রামের আকতার মল্লিকের ছেলে।
বৃহস্পতিবার (৮জুন) রাতে পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা জদ্ধ করা হয়। এ ব্যাপারে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।