ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/১ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, জিন্নাত আলী ও তার সঙ্গীরা শনিবার দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঢুকে ঘাস কাটছিলেন। পরে তিনি নাগর নদীতে ঘাস পরিস্কার করে বাংলাদেশ সীমান্ত এলাকায় পৌঁছেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জিন্নাত আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাণীশংকৈল উপজেলার জগদল ক্যাম্পের কমান্ডার আ: মোমিন জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।