জাতীয় পুষ্টি সপ্তাহ (২০২৩) উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার সদর উপজেলা পরিষদের হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩০ কোমলমতি শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গত ৭ জুন র্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
চতুর্থ দিনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, কমিটির সদস্য সচিব সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর আবু মাউদ, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌরভ রায় মৈত্র, ডা. অর্নব বখশী, ডা. সাজেদা আক্তার, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান প্রমুখ।
কর্মকর্তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আগামী ১৩ জুন পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠান শেষ করা হবে।