চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহির হোসেন বলেন, মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেল স্টেশন এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।