কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

এছাড়া দুই চালকসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন চালকই দায় নিতে চাইছেন।

নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল। এ ছাড়া আহতদের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।

এর আগে ২০১৮ সালের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দেশটির সাসকাচুয়ান প্রদেশে অন্তত ১৬ জন প্রাণ হারায়। বাসটিতে যাচ্ছিলেন দেশটির জুনিয়র হকি দলের সদস্যরা। ২০১৯ সালে ওই ট্রাক ড্রাইভারের আট বছরের কারাদণ্ড হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

এছাড়া দুই চালকসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন চালকই দায় নিতে চাইছেন।

নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল। এ ছাড়া আহতদের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।

এর আগে ২০১৮ সালের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দেশটির সাসকাচুয়ান প্রদেশে অন্তত ১৬ জন প্রাণ হারায়। বাসটিতে যাচ্ছিলেন দেশটির জুনিয়র হকি দলের সদস্যরা। ২০১৯ সালে ওই ট্রাক ড্রাইভারের আট বছরের কারাদণ্ড হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত