চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮) নামের চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকালে নতুন ব্রীজের মইজ্জ্যার টেক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রাম আসছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যার টেক এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে নয় কেজি ছয়শ ২২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এসব স্বর্ণ কক্সবাজার থেকে হাজারী গলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।